jachai.com হল একটি কাস্টমার টু কাস্টমার ফ্রি মার্কেটপ্লেস যেখানে আপনি যেমন একটি পশু  ক্রয় করতে পারেন তেমনি আপনি ফ্রিতে পশু বিক্রয় ও করতে পারবেন। আপনি একজন ক্রেতা হিসেবে সকল ধরনের লেনদেন পাবলিক প্লেসে করার চেষ্টা করুন। কারন কিছু মার্কেটপ্লেসে আমরা দুর্ঘটনার কথা শুনেছি তাই যথাসম্ভব লেনদেন কে সহজ করার ট্রাই করুন। যেই কোন ধরনের যুঁকি এড়িয়ে লেনদেন করুন।

মনে রাখবেন এখানে ক্রেতার সাথে বিক্রেতার সরাসরি ডিল হচ্ছে তাই কোন রকম দুর্ঘটনায় Jachai.com এর কতৃপক্ষ দ্বায়ী থাকবে না ।

আপনার লেনদেন ক্রয় বিক্রয় এর দ্বায়ভার আপনার। Jachai.com এর  জলছাপকৃত ছবি অন্যথায় ব্যবহার করা নিষেধ।